বুধবার ৭ ডিসেম্বর ২০২২ - ১৩:৪৬
শিক্ষার্থীদের জন্য সুখবর

হাওজা / হযরত ইমাম জয়নুল আবেদীন (আ.) একটি রেওয়ায়েতে জ্ঞান অর্জনের সওয়াবের কথা বর্ণনা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "বিহারুল-আনওয়ার" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম জয়নুল আবেদীন (আ.) বলেছেন:

اِنَّ طالِبَ الْعِلْمِ اِذا خَرَجَ مِنْ مَنْزِلِهِ لَمْ يَضَعْ رِجْلَهُ عَلى رَطْبٍ وَلا يابِسٍ مِنَ الاَْرْضِ اِلاّ سَبَّحَتْ لَهُ اِلَى الاَْرَضينَ السّابِعَةِ

যখন একজন শিক্ষার্থী তার বাড়ি থেকে বের হয় তখন তিনি পৃথিবীর কোন শুকনো বা ভেজা অংশে পা রাখেন না বরং সপ্তম আসমান পর্যন্ত তার জন্য তসবিহ পাঠ করে।

(বিহারুল-আনওয়ার, খণ্ড ১, পৃ. ১৬৮, হা. ১৬)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha